একজন ডা. জাফরুল্লাহ চৌধুরী ও নষ্ট প্রজন্মের ট্রল সংস্কৃতি!
পোলাপাইন ডা.জাফরুল্লাহ চৌধুরীকে গালাগালি করছে কিট নিয়ে। কিট যে ডা. জাফরুল্লাহ বানায়নি তাই জানে না। আর ডা. বিজন শীল কে...? তার সম্পর্কেও ধারণা নাই। তারপরও ব্যাপক গালাগালি চলছে..... যারা ডা. জাফরউল্লাহকে ছোট করে কথা বলছেন, খাটো করে দেখছেন তারা ডা. জাফরুল্লাহ সম্পর্কে একটু জেনে কথা বলবেন। চট্টগ্রামের ছেলে জাফরুল্লাহর বাবা নিজেই তার সন্তানের শিক্ষক ছিলেন কিন্তু জাফরুল্লাহর বাবার সরাসরি শিক্ষক ছিলেন স্বয়ং বিপ্লবী মাস্টারদা সূর্যসেন। তাই "সত্যি মুখের উপর বলার শিক্ষা" তার ডিএনএ তে কোথা থেকে এসেছে তা আপনাদের বুঝা উচিৎ। ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করার পর ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে। ছাত্র থাকা অবস্থাতেই ঢাকা মেডিকেল কলেজের দুর্নীতির বিরুদ্ধে করেছিলেন সংবাদ সম্মেলন। ১৯৬৪ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস শেষ করার পর ১৯৬৭ সালে ইংল্যান্ডের রয়েল কলেজ অব সার্জনস থেকে FRCS প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু চূড়ান্ত পর্ব শেষ না হতেই দেশের টানে মুক্তিযুদ্ধে অংশ নিতে দেশে ফিরে আসেন। পাকিস্থানি বাহিনীর নির্মমতার প্রতিবাদে লন্ডনের হাইডপার্কে যে কয়জন বাঙ্গালী পাসপোর...