Posts

Showing posts from October, 2019

শেরে বাংলা : দ্যা রিয়েল টাইগার

Image
কলকাতার বাবুরা বলেছেন, "ঢাকায় বিশ্ববিদ্যালয় করার কোন দরকার নেই। ফার্মগেট আছে,ধানমণ্ডি আছে পাশে একটা কৃষি কলেজ করে দাও। " এই ধরনের কায়েমী স্বার্থবাদী আচরণে ক্ষুব্ধ হয়ে ব্রিটিশ লর্ডের কাছে গিয়ে শেরে বাংলা ফজলুল হক বোঝালেন ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতেই হবে। এবার ব্রিটিশরা কিছুটা নমনীয় হল --- কিন্তু বিশ্বযুদ্ধের কারণে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হল একটু দেরীতে। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয় তখন বাংলার শিক্ষামন্ত্রী ছিলেন শেরে বাংলা ফজলুল হক। শেরে বাংলা এ কে ফজলুল হক ১৯১৬ সালে মুসলিম লীগ এর সভাপতি নির্বাচিত হন। পরের বছর ১৯১৭ সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস এর সাধারণ সম্পাদক হন। তিনিই ইতিহাসের একমাত্র ব্যক্তি যিনি একই সময়ে মুসলিম লীগ এর প্রেসিডেন্ট এবং কংগ্রেস এর জেনারেল সেক্রেটারি ছিলেন। ১৯১৮ -১৯ সালে জওহরলাল নেহেরু ছিলেন ফজলুল হকের ব্যক্তিগত সচিব। ১৯৩৭ এর নির্বাচনে  শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক ঘোষণা দিয়েছেন নির্বাচনে জিতলে তিনি জমিদারি প্রথা চিরতরে উচ্ছেদ করবেন। তিনি যাতে নির্বাচিত হতে না পারেন তার জন্য সারা বাংলাদেশ আর কলকাতার জমিদাররা একত্র হয়ে লক্ষ লক্ষ ট...

খালেদা জিয়া : মাদার অফ ডেমোক্রেসি

Image
বাংলাদেশের সমসাময়িক (মানে আমার নিজের সময়ের) যত রাজনীতিক আছে তার মধ্যে আমি বেগম খালেদা জিয়া কে খুব পছন্দ করি। কেন পছন্দ করি তা পরে বলতেছি ..... আগে তার সম্পর্কে তার বিরোধীদের সমালোচনা নিয়ে কিছু কথা বলি, তার কথা বলতেই তার বিরোধীরা মূলত মোটা দাগে আগে দুইটা বিষয় সামনে নিয়ে আসে এক তার জন্মদিন পালন দুই তার শিক্ষাগত যোগ্যতা। ১৫ই আগস্ট তার জন্মদিন পালনের ব্যপারটা আমিও ভালো ভাবে দেখি না, এটা বিরোধী শিবিরকে মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য ১৯৯১ পরবর্তী রাজনীতিতে একটা অস্ত্র হিসেবে তার দল ব্যবহার করেছে। একটা দলের ভিতরে উদারপন্থী যেমন থাকে তেমন কট্টরপন্থী ও থাকে, জাতীয়তাবাদী দলে ১৯৯১ পরবর্তী সময়ে কট্টরপন্থী জাতীয়তাবাদীদের প্রভাব বেশি ছিল, থাকার সঙ্গত কারন ও ছিল। ১৯৮১ সালের ৩০শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর থেকে ১৯৯১ সালের ২০ শে মার্চ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত, একজন স্বামী হারা মহিলাকে সব চেয়ে বেশী আবেগের জায়গায় স্থান দিয়ে রাজনীতির কঠিন সময়ে এই দশ বছরে তার জন্যে সবচেয়ে বেশী ত্যাগ করেছেন এই কট্টরপন্থী জাতীয়তাবাদীরাই। এই কট্টরপন্থীরা রাজনীতিকে যতটা না প্র...

লাশের অপেক্ষা

Image
(একটি রুপক  রচনা )     টিএসসির মোড়ে বসে আছে আবু বকর, বিশ্বজিৎ আর ত্বকী। ওদের গলায় তারিখ দিয়ে একটা করে ট্যাগ ঝুলানো। আবু বকরের ট্যাগে লিখা ১ই ফেব্রুয়ারি ২০১০, বিশ্বজিতের ট্যাগে লিখা ৯ই ডিসেম্বর ২০১২,ত্বকীর ট্যাগে লিখা ৬ই মার্চ ২০১৩। ওরা ওইখানে বসে আড্ডা দিচ্ছে। দেউলিয়ার মতো এদিক ওদিক ছুটছে ফাহাদ। বিষয়টা লক্ষ করে বিশ্বজিৎ গলা উঁচিয়ে ডাক দিলো__'এই ছেলে এদিকে আসো।' শার্ট পরা ফাহাদ ওদের কাছে আসতেই আবু বকর জিজ্ঞাস করলো__'কী ব্যাপার এদিক সেদিক ছুটাছুটি করছো ক্যানো?' দরদ ভরা কণ্ঠে ফাহাদ জবাব দিলো__'ভাই ওরা আমাকে হত্যা করেছে। আমি বিচার চাই, ন্যায্য বিচার। হাইকোর্ট যাচ্ছি, জজকোর্ট যাচ্ছি কেউই তো আমার কথা শুনছে না।' ফাহাদের কথা শুনে ত্বকী, বিশ্বজিত আর আবু বকর উচ্চস্বরে হাসলো। ফাহাদ মন খারাপ করে জিজ্ঞাস করলো__'হাসছেন ক্যানো? আমি তো কোনো মন্দ কথা বলি নি। আমি আমার হত্যার বিচার চাইছি শুধু।' আবু বকর নিজের ট্যাগ দেখিয়ে বললো__'এটা কি জানো?' 'না।' 'এটা আমার মৃত্যুর তারিখ। সরকারের পাণ্ডারা আমাকে বেধরক পিটিয়ে মেরেছে। সেদিন থেকেই ন্যায়বিচারের জন্...

হাইড্রা হেডেড মনস্টার

Image
হাইড্রা হেডেড মনস্টার। বহুমাথার দানব। গ্রিক উপকথার গল্প। এই দৈত্যের ছিল অনেক মাথা। একটা মাথা কাটলে দুটো মাথা গজিয়ে যেতো সেখানে। আমরা এখন তেমন বহুমাথার দানবের কবলে। একেকটা মাথা একেক রকম অপরাধ করে যাচ্ছে। কেউ করে গুম, খুন, সন্ত্রাস। কেউ করে দুর্নীতি, দখল, লুটপাট। কারো হাতে হাতুড়ি, চাপাতি, হকিস্টিক, পিস্তল। কারো হাতে গুলী, বন্দুক, কাঁদুনেগ্যাস। কেউ ক্যাসিনো চালায়। কেউ শেয়ারবাজার, ব্যাংক লুটে খায়। কেউ টেন্ডার দখল করে। কেউ সরকার-কা-মাল ঢেলে পর্দা-বালিশ কেনে হাজার গুণ বেশি দরে। কেউ ঘুষ খেয়ে সম্পদের পাহাড় গড়ে। কেউ পুকুর খোঁড়া শিখতে দেশ-দুনিয়া সফরে বেরোয়। কেউ জনগণের অর্থকে 'গৌরি সেনের টাকা' ভেবে নিজের দেরাজে ভরে। কেউ দেশের স্বার্থ বিকিয়ে ক্ষমতার গ্যারান্টির সিলমোহর কিনে আনে। এরকম একেক মাথার একেক কাজ হলেও দানব কিন্তু আসলে একটাই। এই দানবের একটা মাথা আছে কেবলই প্রোপাগান্ডার জন্য। এদের হাতে অস্ত্রপাতি নেই, দেখতে নিরীহ। কিন্তু এরা বহুমাথার দানবের অন্যান্য মাথার চেয়ে মোটেই কম ক্ষতিকারক নয়। আপনার আমার আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে দানবের এই প্রোপাগাণ্ডা মিশনের গুপ্ত সদস্যরা। এদের এসাইনমেন্...

আমিই বাংলাদেশ🇧🇩

Image
আমিই বাংলাদেশ🇧🇩 আমার ডাক নাম লজ্জা‼️ আমি শত মানুষের সামনে কুপিয়ে মারা যাওয়া রিফাত!! 🔪🔪 আমি আগুনে পুরে যাওয়া নুসরাত❗️ আমি বিশ্বজিত,আমি অভিজিৎ,আমি নাদিয়া‼️ আমি তনু,আমি খাদিজা, আমি রাজন‼️❗️ আমি মিতু,আমি ব্যার্থ ছাত্র, আমি প্রশ্নপত্র না পাওয়া হত দরিদ্র‼️ আমি অবিরাম বাংলার মুখ🌚 আমি লাল সবুজের কফিন📕⚰️📗 আমি পিলখানার অসহায় সেনা অফিসারের আঁধারে দাফন👣 আমি স্বাধীন দেশের পরাধীন জনগন😑 আমি বাসে ধর্ষিতা মাজেদা❗️ আমি ছেলের সামনে ধর্ষিতা মা❗️ আমি ভাইয়ের সামনে ধর্ষিতা বোন❗️ আমি এমপির গুলিতে গুলিবিদ্ধ সৌরভ❗️ আমি গুম হওয়া সন্তানের মায়ের নিরব কান্না❗️ আমি রানা প্লাজার ধুলোয় উড়া লাশ🏢😢😭 আমি সরকারী ভবনে রডের বদলে বাশঁ🌴❗️ আমি তাজরীনের অগ্নিকান্ডের অসহায় গরীব কর্মচারী🔥😢 আমি ধ্বসে পড়া ভবনের নিচে গলিত লাশের গন্ধ আর পদ্মার লঞ্চ ডুবি🏨🚢😢😭 আমি সাগর-রুনির মেঘ ‼️❗️👪 আমি ছিনতাই হওয়া অসহায় পথচারীর ব্যাগ👜🏃‍♀️💼🏃‍♂️ আমি জন্মের আগেই গুলিবিদ্ধ নবজাতক শিশু😑😑🙇‍♂️ আমি সাত খুণ শীতলক্ষ্যার পাড়🏝‼️❗️‼️‼️ আমি ফেলানী,আমি ১৬ কোটি মানুষের ভাগ্য ঝুলে আছি কাঁটা...