"King Khan" Journey....
কোন এক বর্ষাকাল। মুম্বাই এর বর্ষা তো সাধারণ কিছুও না, একরকম ভয়াবহ জিনিস।
বুদ্ধি প্রতিবন্ধী বড় বোনের হাত ধরে দিল্লীর চেনা রাস্তাঘাট, প্রতিদিনের চেনা জীবন ছেড়ে কাজের খোঁজে নতুন শহরে আসা ছেলেটা তখন সব কিছু হারিয়ে নিঃস্ব। বাবাকে সেই শৈশবেই হারিয়ে মৃত্যুর ভয়াল নির্মমতা বুঝে গিয়েছিল ছেলেটা, পথচলার শেষ অবলম্বন মা-ও চলে গেলেন দুরারোগ্য ব্যাধির সাথে লড়তে লড়তে শেষ পর্যন্ত পরাজিত হয়ে। আকাশচুম্বী সব স্বপ্ন ধূসর হয়ে গিয়ে চোখে তখন শুধু বেঁচে থাকার এক ভয়াবহ সংগ্রামের প্রস্তুতি। সেই সাথে নিজ গৃহে বসে ভিন্ন ধর্মাবলম্বী কোন এক অষ্টাদশীর প্রতি মুহূর্তের প্রত্যাশার পর্বতসম চাপ ! আমরা কথায় কথায় বলি, আমাদের পৃথিবীতে কেউ নেই। ছেলেটার সেদিন সত্যিকারেই কেউ ছিল না।
অর্থনীতির মত বিষয়ে স্নাতক ডিগ্রী নিয়ে তবুও ছেলেটা শহরে কোন কাজ পাচ্ছে না। যেখানে যাচ্ছে সেখান থেকেই হতাশ হয়ে আসছে। ছেলেটা তো ছোট কোন স্বপ্ন কখনো দেখতে শেখেনি, বন্ধুমহলে সবসময় এর ওর অভিনয় করে এত বিখ্যাত ছিল যে অভিনয়টা সে ভালোই পারে, এরকম আত্মবিশ্বাস ততদিনে গড়ে উঠেছিল মনে। চলছিল চলচ্চিত্র এমনকি টিভি সিরিয়াল পরিচালকদের কাছে ধরনা দেয়া, বিখ্যাত মানুষদের সাথে দেখা করার চেষ্টা, আর প্রতিটা প্রত্যাখ্যানের সাথে মনোবলটা আরো একটু দৃঢ় করে নেয়া অথবা দৃঢ়তার নিখুত অভিনয়। মায়ের কাছ থেকে শেখা অনেক কিছুর মধ্যে যে জিনিসটা ছিলনা তা হলো কারো কাছে হাত পাতা। রাস্তায় ঘুরেও ছেলেটা হাত পাততে পারেনি, চাইতে শেখেনি কিছু কখনো।
অন্য প্রতিটা দিনের মতোই কোন এক পরিচালক তাকে একদিন বের করে দিলেন। নিঃস্ব ছেলেটার যে একটা ব্যাপারেই ধনী ছিল তা হলো মায়ের কাছ থেকে পাওয়া সীমাহীন আত্মসম্মানবোধ ও এক বুক অভিমান। ছেলেটার অতিরিক্ত আত্মসম্মানবোধকেই ইগো ভেবেই কিনা কে জানে, লোকটা তাকে বের করে দেয়ার সময় বললেন, “তুমি জীবনে কিছুই করতে পারবা না ! অভিনেতা তো হতেই পারবা না ! কোনদিন না...”
ছেলেটা সেদিন সারাদিন কিছু খেলো না, ঘরে ফিরল না, সারাদিন রাস্তায় হাঁটলো। রাস্তায় হাঁটতে হাঁটতে একটা বাক্যই ভাবতে থাকলো সেই পুরোটা দিন সে মনে মনে, হয়তো বাক্য, হয়তো সংকল্প, কিংবা হয়তো তীব্র জেদ। খুব নির্দোষ এক বাক্য...
“ One day I will rule this city ! ”
ছেলেটা পেরেছিল কিনা জানিনা। তবে তার নামটা আমি জানি, অনেকেই জানে, কিংবা হয়তো সবাই। অভিমানী জেদী সেই ছেলেটার নাম শাহরুখ খান।
এই একটা বাক্য, এই একটা গল্প তাকে ভেঙ্গে পড়তে দেয়না। তাকে এতো সহজে থামলে তো চলবে না। সে সাধারণ কেউ না, Now he ruled this planet ..... 😍
শুভ জন্মদিন শাহরুখ খান। ✌
Comments
Post a Comment