চোখ বন্ধ, মন সহজ


পাখি যাও।সোনার পালংক ছেড়ে।
নদীর দীর্ঘশ্বাসের
ওপারে
অনাদরে

আদরে
বলো তারে কিছু না
বলো না ভুলে যেন না
আমার অসহায়
অন্তর
মন্থর কাঁপে

আঁকা পাখি চিত্রমাত্র তুমি।

মায়ার রুমালে। দরদে। মরদের।
চুমুর চঞ্চু কাছাকাছি।
মিলিবার।

যেন আমাদের কতবার
হয়েছিল মিল
মিলন, অমিল

সলিলে না যায় মোছা
দাগ
নিদাঘ

তোমার নাক বোঁচা
উঁচা উচা স্তন
মনোহর
মন হরণ

আলো ও বর্তিকা
রণ
আলোড়ণ তুলেছিল
মন দেহে

পাতায় ও গাছে
পাখি তুমি পাছে
ওই গাছে বসে
শোন যদি ডাক
নির্বাক
সন দেহে

কৃষি খামার থেকে
অনতিদূর
অতিথপুর পার হয়ে
থেমে যায়
বারেক ফিরিয়া আঁখি চায়
পুনরায়

মিলিবার

মিলিত শুক্রবার মনে আছে
শনিবারের আগে
বসন্তে
কোকিলায়
ডেকেছিল

তোমারে চেয়েছিল
মন
গোপন
অকারণ
শনিতে
শোণিতে

যাও পাখি
বলো না তারে
যেতে ভুলে
আমারে

আমার দায় তার
অবসাদ
বিষাদ
হাহাকার
কিছুটা থাকুক

না দায় মুক্তি হোক।

পাখি তুমি চিত্রমাত্র
আঁকা
রাগে
অনুরাগে
হাসি ঠোঁট
বাঁকা।

সোনার পালংক ছেড়ে
ওড়ে ওড়ে পাখি যাও
বলো না তারে
যেন না মনে লয়

আলয়
আলোয়

আমারে।তোমারে।
-

‘চোখ বন্ধ, মন সহজ’


Comments

Popular posts from this blog

উপসংহার

আহমদ ছফা

বাংলাদেশী সঙ্গীতের বরপুত্র : হ্যাপী আখন্দ