অনন্য গর্ব ও অহংকারের একটি নাম : জিয়াউর রহমান👮
জিয়াউর রহমান দেশের ইতিহাসে আলোচিত এক বীরের নাম। আজ ৩০ মে এই সাবেক রাষ্ট্রপতির ৩৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার (বীর উত্তম) ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। টাইগার বলতে এখন আমরা আমাদের ক্রিকেটারদের বুঝি, কিন্তু উনার সময়ে যুদ্ধের ময়দানে শত্রুপক্ষকে টাইগার শব্দটি বললেই উনার ছবি বা চেহারা শত্রুর সামনে ভেষে উঠতো। উনার জেড ফোর্সকে ওইসময় টাইগার ফোর্স নামে ডাকা হতো। উনি সেই টাইগার ফোর্সের অধিনায়ক ছিলেন। তার জীবনে তিনি যুদ্ধ করেছেন ২ দেশের বিরুদ্ধে ২ দেশের যোদ্ধা, ২ যুদ্ধেই তিনি বিজয়ী হয়ে ফিরেছেন বীরের বেশে। ২ যুদ্ধেই তার বীরত্বের জন্য তার দেশের সরকার সর্বোচ্চ জীবিত বীরের সম্মাননা তাকে প্রদান করে, যা ইতিহাসে বিরল ঘটনা। পাক-ভারত যুদ্ধে (১৯৬৫) তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর অফিসার হিসেবে যুদ্ধ করে ভারতীয় সেনাবাহিনীকে পরাজিত করে সেইসময় পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহর করাচীকে রক্ষা করেছিলেন তিনি, যার জন্য তার বীরত্বের সম্মাননা স্ব...